দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন তিনি। সে কারণে ক্রীড়াঙ্গনেও রাজনীতির প্রভাবের বাইরে ছিল না। এবার স্বৈরাচারী শাসকের পতনের পর ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটাররা। দীর্ঘদিন ধরে যারা বৈষম্যের শিকার হয়েছেন তারা মুখ খুলেছেন। বসে নেই ক্রিকেট কর্তারাও। মাঠে নেমে তারাও দিয়েছেন পরিবর্তনের ডাক। তাতে বিসিবিতে চলছে টালমাটাল অবস্থা। সভাপতি নাজমুল হাসান পাপন এখনও বিসিবির কার্যালয়ে আসেননি। কোনো পরিচালকের দেখাও পাওয়া যায়নি।
গতকাল মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। শহিদদের স্মরণে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চতুরে টানানো হয়েছে ব্যানার। আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধদের ছবি সংবলিত সেই ব্যানারে লেখা রয়েছে, ‘জাতীয় এই আন্দোলনে সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’। আরেক ব্যানারে লেখা রয়েছে, ‘আমরা গভীরভাবে শোকাহত’। গত এক মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা ও প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। সে সময় সেখানে ছিলেন মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, নাঈম হাসান, মাহমুদুল হাসান, জাকির হাসানরা।